লিবারেলিজমের (উদারতা) নামে বল্গাহীন স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, মানবাধিকারের নামে সভ্যতাবিরোধী এলজিবিটিকিউ মতাদর্শ এদেশের মানুষ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা।
শনিবার (১ মার্চ) রাজধানীর কামরাঙ্গীরচর মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার মাসিক বৈঠকে তারা এসব কথা বলেন।
নেতারা বলেন, বাংলাদেশের মানুষ যেমন ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতি গ্রহণ করেনি ঠিক তেমনি মস্কোপন্থী, ধর্মনিরপেক্ষতার সূচনাকারী ফরাসিপন্থী, আমেরিকাপন্থী রাজনীতি কিংবা বিদেশীদের প্রেসক্রিপশনে চলা রাজনীতিও দেশের মানুষ গ্রহণ করবে না। পোপতন্ত্র ও রাজতন্ত্রের সম্মিলিত জুলুমের প্রতিক্রিয়ায় যে ধর্মনিরপেক্ষতার জন্ম হয়েছে তার উদ্ভব ও মূলনীতি কোনটার সাথেই ইসলামের কোন সম্পর্ক নেই।
তারা বলেন, ধর্মনিরপেক্ষতার আবির্ভাবের ফলে জনগণের উপর চলা অত্যাচারের লাঘব না হয়ে ভিন্নরুপে তা জনগণকে আরও নিষ্পেষিত করেছে। বহুত্ববাদের নামে সত্য-মিথ্যা সব মতবাদকে গ্রহণ করার মতো দায়িত্বজ্ঞানহীন উদারতা প্রদর্শন এদেশের মানুষের বৈশিষ্ট্য নয়। বাংলাদেশের নতুন পুরাতন সব রাজনৈতিক দলকে এই বাস্তবতা মাথায় রেখেই ভবিষ্যৎ পথ চলতে হবে। অন্যথায় জনগণের সমর্থন হারাতে হবে।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে বৈঠকেন আরও উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, যুগ্ম মহাসচিব হাজী জালালউদ্দিন বকুল, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার মোফাচ্ছির হোসাইন, ইঞ্জিনিয়ার আবদুল হান্নান আল হাদী, জনাব আতিকুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম জামালী, হাফেজ আবুল কাশেম রায়পুরী, হাফেজ ওলীউল্লাহ, মুফতি আখতারুজ্জামান আশরাফী প্রমুখ।