হামাসের হুঁশিয়ারির পর অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ৮০১টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে বাধ্য হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা জানিয়েছে, ইসরায়েল ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার কথা থাকলেও, এতদিন তা কার্যকর করেনি।
হামাসের হুঁশিয়ারি ও ইসরায়েলের নতি স্বীকার
গত ৮ ফেব্রুয়ারি শনিবার তিন ইহুদিবাদী বন্দিকে মুক্তি দেওয়ার পর হামাস জানায়, ইসরায়েল যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করছে এবং অবরুদ্ধ উপত্যকায় প্রয়োজনীয় ত্রাণ প্রবেশের বাধা দিচ্ছে। তাই তারা পরবর্তী ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত বন্দি মুক্তি স্থগিত রাখবে।
হামাসের এই ঘোষণার পরই ইসরায়েল ৮০১টি ত্রাণবাহী ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেয়। তবে গাজার স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ত্রাণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও গাজার বিপর্যয়
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের ভয়াবহ গণহত্যা শুরুর পর ১৫ মাস ধরে গাজা রক্তাক্ত হয়ে আছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় ১১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৮২২ জন আহত হয়েছেন।
গাজার মানবিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার মধ্যে হামাসের দৃঢ় অবস্থান গাজার অবরোধ কিছুটা শিথিল করলেও, গাজার জনগণ এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে।