শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এই হামলার নিন্দায় মুখর হয়েছে সংস্কৃতি অঙ্গন এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, শুরু হয়েছে দোষীদের খুঁজে বের করার উদ্যোগ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে মানিকগঞ্জ জেলার গড়পাড়া বাজার এলাকায় মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, পহেলা বৈশাখ উপলক্ষে একটি ফ্যাসিস্ট চেহারার মুখাকৃতি বানানোর অভিযোগে অনলাইনে উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে পড়ে। কিছু দলীয় গোষ্ঠী একে ‘হাসিনার এফিজি’ হিসেবে ব্যাখ্যা করে মানবেন্দ্রকে প্রকাশ্যে আক্রমণের আহ্বান জানায়। এই বিদ্বেষমূলক প্রচারণার জেরে রাতের আঁধারে ঘটে যায় ভয়ঙ্কর এই ঘটনা।
ঘটনার পরপরই সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, পুলিশ ইতোমধ্যে হামলাকারীদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার কথা হয়েছে এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ফারুকী লিখেছেন, যারা অনলাইনে উসকানি ছড়িয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি এই হামলাকে “জুলাইয়ের রাজনীতি” বলে উল্লেখ করেন—যা মূলত মুক্তচিন্তা ও গণমানুষের ঐক্যকে লক্ষ্য করে চালানো হচ্ছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ এই বিভাজনের রাজনীতিকে উপেক্ষা করে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে।