সিরাজগঞ্জের এনায়েতপুরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন হাফেজ সিয়াম হোসেন (১৫), যিনি স্থানীয় এনায়েতপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিলেন। ৪ঠা আগস্ট, এক ঘণ্টার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর জীবিত ফেরেননি এই দরিদ্র পরিবারের মেধাবী সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, সিয়াম স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন এবং পরিবারের ভরণপোষণের দায়িত্বও কাঁধে নিয়েছিলেন। ঘটনার দিন সিরাজগঞ্জে পুলিশের এলোপাতাড়ি গুলিতে নিহত দুইজনের মধ্যে একজন ছিলেন হাফেজ সিয়াম।
তবে সিয়ামের মৃত্যুতে নেমে আসে আরেক নিষ্ঠুর অধ্যায়। নিহত সন্তানের লাশ নিয়ে বাবা যখন গ্রামের বাড়িতে ফেরেন, তখন স্থানীয় রাজনৈতিক নেতারা দাফনেও বাধা দেন বলে অভিযোগ উঠে।
সিয়ামের মা এখনো বুকফাটা কান্নায় শোকে পাথর হয়ে আছেন। পরিবারের সদস্যরা বিচার চাইলেও এখনো হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি।
দেশজুড়ে প্রশ্ন উঠেছে—তরুণ মাদ্রাসা ছাত্রদের হত্যা ও তাদের লাশের প্রতি এমন নিষ্ঠুরতা কি এই সমাজের নৈতিকতা ও ন্যায়বিচারের সাক্ষ্য দেয়? কবে হবে এই হত্যাকাণ্ডের বিচার?