ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দফতরের সিনিয়র সদস্য বাসেম নাঈম অভিযোগ করেছেন যে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজ্জায় চলমান যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার চেষ্টা করছেন।
আল-জাজিরার সঙ্গে শনিবার (২২ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে নাঈম বলেন, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, যার ফলে ১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তিনি আরও জানান, গাজ্জায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেয়া হয়েছে এবং নেটজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহারে ইচ্ছাকৃত বিলম্ব করা হয়েছে।
নাঈমের ভাষ্য অনুযায়ী, “আমরা বুঝতে পারছি যে, এটি ইসরাইলের একটি কৌশল, যা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে নতুন করে সংঘাত শুরুর ইঙ্গিত দেয়।”
নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে ইসরাইলি কর্মকর্তারা হামাসের অভিযোগের কিছু বিষয় মেনে নিলেও ইসরাইল সরকার আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছে। চুক্তির শর্ত অনুযায়ী, গাজ্জায় ৬০,০০০ স্থানান্তর যোগ্য বাড়ি এবং ২,০০,০০০ তাঁবু পাঠানোর কথা থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।