আবারও যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি, বুধবার দেশটির আরিজোনা অঙ্গরাজ্যের মারানা রিজিওনাল এয়ারপোর্টে এই দুর্ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সেসনা ১৭২-এস এবং ল্যানসেয়ার ৩৬০ এমকে ২-মডেলের দুটি এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষ হয়।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমান দুটি রানওয়ে ১২-এর ওপর থাকাকালে সংঘর্ষে জড়ায়। এটি মারানা আঞ্চলিক বিমানবন্দরের দুটি রানওয়ের মধ্যে একটি।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে বিমান দুটির মাঝে সংঘর্ষ হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত মাসে ওয়াশিংটন ডিসিতে এক সামরিক হেলিকপ্টার আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৬৪ জন যাত্রী ও তিন ক্রু নিহত হয়। ওই সপ্তাহেই দেশটির ফিলাডেলফিয়ায় একটি ছোট চিকিৎসা পরিবহন বিমান কয়েকটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয়জনসহ অন্তত সাতজন নিহত হয়।