ভারতের হরিয়ানা রাজ্যে গরু পাচারের সন্দেহে মুসলিম ভেবে হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষকরা। নিহত ব্যাক্তির নাম বাল কিষাণ বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, গত ২২ ফেব্রুয়ারি রাজস্থান থেকে লখনৌতে গরু নিয়ে যাচ্ছিলেন ট্রাক চালক বাল কিষাণ ও কন্ট্রাক্টর সন্দীপ। পথে উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষকরা তাদের মুসলিম সন্দেহে আক্রমণ চালায়। নির্মমভাবে মারধরের পর মৃত ভেবে তাদেরকে পাশের একটি খালে ফেলে দেয়া হয়।
এরপর গত ২ মার্চ সন্দীপের লাশ উদ্ধার করা হয়, তবে ভাগ্যক্রমে বেঁচে যান ট্রাক চালক বাল কিষাণ। তিনি সাঁতার কেটে কোনোভাবে খাল থেকে বেরিয়ে এসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে, পাশাপাশি অভিযুক্তদের অবস্থান সম্পর্কে তথ্য দিলে ৫,০০০ ভারতীয় টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
উল্লেখ্য যে, ভারতে গরু পাচারের গুজব ছড়িয়ে নিরপরাধ মানুষ হত্যার ঘটনা কোনো নতুন বিষয় নয়। উগ্র হিন্দুত্ববাদীদের হাতে এর আগে বহু মুসলিম নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। এবার সেই সাম্প্রদায়িক বিদ্বেষের শিকার হলেন দুই হিন্দু যুবক, যারা শুধুমাত্র মুসলিম সন্দেহে মার খেয়েছেন ও তন্মধ্যে একজন হারালেন।