মাদকাসক্তি হতে ফিরে আসা ব্যক্তিদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এ লক্ষ্যে দেশটির হেরাত প্রদেশে সম্প্রতি নতুন ১টি বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এতে মাদকাসক্তি ছেড়ে আসা ৫০০ জন ব্যক্তিকে একাধিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। হেরাত শ্রম ও সমাজ বিষয়ক বিভাগের উদ্যোগে নগরীর ৪ হাজার শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত বিষয়াদির মধ্যে রয়েছে সেলাই, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত, জুতা ও ব্যাগ তৈরি ইত্যাদি। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেরাত প্রদেশের উপ-গভর্নর, সংশ্লিষ্ট সরকারী বিভাগের প্রধান, বেসরকারি খাত, স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবর্গ।
এই প্রশিক্ষণ কোর্সের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ সরবরাহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হেরাত শ্রম ও সমাজ বিষয়ক বিভাগের প্রধান হাফিজ মির্জা মুহাম্মদ আবু মনসুর হাফিযাহুল্লাহ। তিনি আরও জানান, প্রশিক্ষণ কোর্সের উন্নত মান নিশ্চিত করতে অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।
কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের নতুনভাবে গঠন ও সামাজিক জীবনকে পুনরায় সুসংহত করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন মাদকাসক্তি থেকে সদ্য সুস্থ হওয়া ব্যক্তিগণ। এ ধরনের কর্মসূচির তাৎপর্য তুলে ধরেছেন হেরাত মাদকবিরোধী বিভাগের পরিচালক। তিনি বলেন, পুনরায় মাদকাসক্ত রোধে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, একই সাথে এটি তাদের জীবনকে পুনর্গঠনে সক্ষম করে তুলবে।