মহান আল্লাহ ও হযরত মুহাম্মদ (ﷺ)-কে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ঢাকার সবুজবাগ থানার অধীন বাসাবো এলাকার নবিপ্রেমিক তৌহিদী জনতা।
কিছুদিন আগে ফেসবুক পোস্টে রাখাল রাহা ও হাসান গালিব নামের ব্যক্তিরা আল্লাহ এবং মহানবী (ﷺ)-কে নিয়ে কটূক্তি করেছ। তাদের বিরুদ্ধে ইসলামের বিধান অনুযায়ী কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
সমাবেশে উপস্থিত জনতা কটূক্তিকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বক্তারা বলেন, ইসলাম ও মহানবী (ﷺ)-কে নিয়ে অপমানজনক মন্তব্য কোনোভাবেই বরদাশত করা হবে না। এর বিরুদ্ধে মুসলিম জনতা ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকবে।