সময়ের সংবাদ: ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা-ভিত্তিহীন বক্তব্য প্রচার করায় বিস্ময় প্রকাশ করেছেন ঊষা রানী রায়ের পরিবারের সদস্যসহ স্থানীয়রা। ঊষা রানী রায়ের স্বামী সুবাস বাবু রায় বলেন, আমার স্ত্রী ১৮ বছর ধরে নলদী ইউনিয়নের মহিলা মেম্বার ছিলেন। সে ভারতীয় সাংবাদিকসহ বিভিন্ন লোকের চাপে পড়ে বাধ্য হয়ে এ ধরনের কথা বলেছে। আমাদের এখানে ওই ধরণের কোনো ঘটনাই ঘটেনি।
উল্লেখ্য নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের চাকুলিয়া গ্রামের ঊষা রানী রায় নামে এক মহিলার বক্তব্য ভারতীয় গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচার করা হয়েছে। ওই মহিলা নাকি ভারতীয় গণমাধ্যমে বলেছে ‘গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে তারা জামাত শিবির ও বিএনপির বিভিন্ন ধরণের চাপের মধ্যে আছে’। গত সোমবার (৯ ডিসেম্বর) তার ওই বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়। গত শনিবার ঊষা রানী রায়ের গ্রামে সরেজমিনে গিয়ে পরিবারের সদস্যসহ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চাকুলিয়া গ্রামের সুবাস রায়ের স্ত্রী ঊষা রানী রায় গত ৬ ডিসেম্বর শুক্রবার ভারত যান।
বর্তমানে ভারতে অবস্থানরত ঊষা রানী রায় মুঠোফোনে জানান, বর্ডার থেকে ভারতীয় সাংবাদিকরা আমাকে ৪ ঘন্টা আটকিয়ে রেখে জোর করে এসব কথা বলিয়েছে।
আমি একা ছিলাম, ভয়তে পড়ে ওরা যা শিখায় দিয়েছে-আমি সেই সব কথা বলেছি। আমরা বাংলাদেশে খুব ভালো আছি। বাংলাদেশে আমাদের কোন সমস্যা নাই। আমকে জোর করে ওই কথা বলাইছে। আমি খুব দুঃখ পেয়েছি’।