সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জিয়ারুলের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানার জীবননগর গ্রামে। তার তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। তিনি ওই এলাকার মো. শমসের আলীর ছেলে।
নিহতের সহকর্মী আতাউর রহমান বলেন, আজ সকালে সহকর্মী জিয়ারুল ইসলাম রুপসি রূপগঞ্জ থেকে মোটরসাইকেলে করে ব্র্যাক ব্যাংকের সোনারগাঁও শাখায় আসার পথে সোনারগাঁও মেঘনা টোল প্লাজার সামনে পেছন থেকে দ্রুতগামী তিশা প্লাস পরিবহন পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক জানান জিয়ারুল আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, চলতি মাসের ১ তারিখে রূপগঞ্জ রুপসি শাখা থেকে সোনারগাঁয়ে শাখায় বদলি হয় জিয়ারুলের। এই ঘটনায় তিশা প্লাস পরিবহন (যার নম্বর-ঢাকা মেট্রো-ব-১৫-৩৩৪০) আটক রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।