রোববার (৬ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তাসলিম এবং ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও অঞ্চল পরিচালক ডা. ফখরুদ্দিন মানিক।
আব্দুর রহমান মূসা বলেন, রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির মহিমান্বিত মাস মাহে রমজান আমাদের কাছ থেকে সদ্য বিদায় নিয়েছে। আমরা একমাস সিয়াম ও কিয়াম পালন শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছি। এবারের ঈদ ছিল অন্যবারের তুলনায় কিছুটা হলেও ব্যতিক্রম। দ্রব্যমূল্য পুরোপুরি স্বস্তিদায়ক না হলেও মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল। সরকারের কার্যকর পদক্ষেপের কারণে বাজার সিন্ডিকেট খুবই একটা সুবিধা করতে পারেনি। ভোজ্যতেল ও চালের মূল্য ছাড়া খুব একটা মূল্যস্ফীতি লক্ষ্য করা যায়নি। পুরো রমজানজুড়েই রাজনৈতিক দলন-পীড়ন ছিল না। ফলে পুরো জাতিই আনন্দমুখর পরিবেশে এক ব্যতিক্রমী ঈদ উদযাপন করেছে।
তবে রমজান থেকে আমরা কতটা আত্মশুদ্ধি ও তাক্বওয়া অর্জন করতে পেরেছি তা উপলব্ধি করার সময় এসেছে। তিনি মাহে রমজানের শিক্ষায় নিজেদের জীবনকে রঙিন করার জন্য সবার প্রতি আহ্বান জানান।