বক্তারা বলেন, পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ৫৭ সেনা অফিসারসহ ৭৪ জন হত্যার পেছনে দায়ী ব্যক্তিবর্গ ও নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ তাদের মুক্তি দিতে হবে। সেই সাথে স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদের চাকুরিচ্যুত করা হয়েছে তাদের সরকারি সুবিধাসহ (রেশন, বেতন-ভাতা, পদোন্নতি) পুনরায় চাকুরিতে পুনর্বহাল বা যোগদান করারও দাবি জানান।
এছাড়া তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দেওয়ার কথাও জানান বক্তারা।
বিভি/পিএইচ