সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি ৩ নম্বর সড়কের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবস্থান নিয়েছেন। তারা ইট নিক্ষেপ করে ঢাকা সিটি কলেজের সামনে চলে আসছেন। আবার বিপরীতে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন ধানমন্ডি ২ নম্বর সড়ক ও কলেজের ভেতরে। কিছু সময় পর পর ইট নিক্ষেপ করে তারাও এগিয়ে যাচ্ছেন আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দিকে। এসময় বেশ কয়েক দফায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের দুই পক্ষের শিক্ষার্থীদের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করতে দেখা যায়। তবে শিক্ষার্থীরা পুলিশের কার্যক্রম উপেক্ষা করেই ধাওয়া পাল্টা-ধাওয়া চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে, সংঘর্ষের কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছেন, গত কয়েকদিন ধরেই বুলিং ও স্লেজিংয়ের জের ধরে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে মনোমালিন্য চলছিল। যার জেরে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে হাতাহাতিতে জড়িয়েছেন।
ধানমন্ডি আইডিয়াল কলেজের একটি শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আজ সিটি কলেজের কিছু শিক্ষার্থী আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছে এবং স্লেজিং করেছে। যার জেরেই পরবর্তী সময়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে উঠেছেন।
উল্লেখ্য, দুটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিকেল থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।