বিশেষ করে আগামী ৭ থেকে ৯ জানুয়ারির মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও আবহাওয়া বিশেষজ্ঞরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা ঢাকা পোস্টকে বলেন, আগামী দুই-তিনদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামী ১০ জানুয়ারির মধ্যে একটি শৈত্যপ্রবাহ হতে পারে। তবে সেটা তীব্র শৈত্য প্রবাহ হবে না।
তবে তীব্র শৈত্যপ্রবাহ কবে নাগাদ হতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি এ আবহাওয়াবিদ।