পরে বৈঠক গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। এছাড়াও চীনের ব্যবসায়ীদের বাংলাদেশের ব্যবসা-বান্ধব পরিস্থিতিতে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
শুক্রবার (২৮ মার্চ) সকাল দশটায় চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং এর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের উত্থাপিত ইস্যুতে একমত পোষণ করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন শি জিনপিং। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, চীনের ঋণের সুদহার কমানো ও কারখানা স্থানান্তরে সহযোগিতা করবেন দেশটির প্রেসিডেন্ট।
পরে, চীনা ব্যবসায়ী নেতা, অভিজ্ঞ ব্যক্তিবর্গ, উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ সময় জানান, গেলো ৮ মাসে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হয়েছে, তাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিতে আহ্বান জানান।
এরআগে, দ্য প্রেসিডেন্টিয়াল হোটেলে দ্বিপক্ষীয় বৈঠক হয়, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ওয়াও ওয়াং এর সাথে। দেশটির ভাইস প্রেসিডেন্টের সাথেও বৈঠক হয়। টেকসই অবকাঠামো ও জ্বালানি খাত নিয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকেও যোগ দেন প্রধান উপদেষ্টা।