তালিবান সরকারের কান্দাহার এয়ার ব্রিগেড সফলভাবে একটি এমআই-১৭ হেলিকপ্টার মেরামত সম্পন্ন করেছে। আগে হেলিকপ্টারটি অকেজো হয়ে যাওয়ায় সামরিক গুদামে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ব্রিগেডের অভিজ্ঞ প্রকৌশলী ও টেকনিক্যাল টিমের আন্তরিক প্রচেষ্টায় এটি পুনরায় সচল করা সম্ভব হয় এবং সফলভাবে আকাশে উড্ডয়ন করা হয়েছে।
উল্লেখ্য, এমআই-১৭ একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার, যা রকেট ও কামানের মতো ভারী অস্ত্র পরিবহনে সক্ষম।
কান্দাহার এয়ার ব্রিগেডের কমান্ডার মোল্লা মুহাম্মদ ঈসা ইয়াসিন হাফিযাহুল্লাহ টেকনিক্যাল বিভাগের প্রকৌশল কর্মীদের প্রশংসা করেছেন এবং তাদের এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন। এর আগেও এই ব্রিগেডের প্রকৌশলীরা বেশ কয়েকটি হেলিকপ্টার মেরামত করে সেগুলো পুনরায় ব্যবহারের উপযোগী করে তুলেছিলেন।