পবিত্র রমাদানের সমাপ্তিকালে আশরাফিয়া জলিলিয়া মাহমুদুল উলূম মাদরাসায় অনুষ্ঠিত হলো বিশেষ কোরআন কোর্সের সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও ইফতার আয়োজন। মাদরাসার মুহতামিম উস্তাদ আফনানুর রহমান আশরাফী (হাফিজাহুল্লাহ) এই মহতী আয়োজনের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম স্টুডেন্টস কমিউনিটির প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ উল্লাহ আজিম চৌধুরী ওসমান। তিনি ছাত্রদের উদ্দেশে যুগান্তকারী নসিহত প্রদান করেন। তিনি বলেন, “আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন কেবল সাধারণ আলেম হয়ে না থাকে, বরং বিজ্ঞানের জ্ঞানেও সমৃদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রকে নেতৃত্ব দেয়।”
তিনি আরও বলেন, “ইসলামের ইতিহাসে দেখা যায়, জ্ঞানের ক্ষেত্রে মুসলিমরা সবসময়ই পথিকৃত ছিল। আল-খাওয়ারিজমি, ইবনু সিনা, ইমাম গাজ্জালীর মতো মনীষীরা ইসলামের আলোকে বিজ্ঞান ও দর্শনের বিস্ময়কর দিগন্ত উন্মোচন করেছেন। অথচ দীর্ঘদিন ধরে মিডিয়া ও সেকুলার প্রচারণার মাধ্যমে আলেমদের সমাজে নিচু করে দেখানোর অপচেষ্টা চলছে। আমাদের ছাত্রদের এ ষড়যন্ত্র বুঝতে হবে এবং যোগ্যতা ও জ্ঞানের মাধ্যমে ইসলামের গৌরব পুনরুদ্ধার করতে হবে। এছাড়াও নাস্তিক মুরতাদদের জানাযা পড়ানো যাবে না, কারণ তারা ইসলামের চিরশত্রু।”
ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা কেবল মাদরাসার চার দেয়ালে সীমাবদ্ধ থাকবে না। তোমাদের হতে হবে আলেম, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী—সবক্ষেত্রেই নেতৃত্ব দিতে হবে তোমাদের। সত্যিকার অর্থে বিশ্বকে বদলাতে হলে কোরআন ও বিজ্ঞান উভয়কে ধারণ করতে হবে।”
অনুষ্ঠানে কোর্সে অংশগ্রহণকারী ছাত্রদের মধ্যে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। মাদরাসার সম্মানিত শিক্ষকমণ্ডলী ও অতিথিবৃন্দ বিজয়ীদের উৎসাহিত করতে তাদের হাতে পুরষ্কার তুলে দেন।