রবিবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘোষণা দেয়।
আগামীকাল সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক স্বাক্ষরিত বিবৃতিতে স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীকালে জানানো হবে বলেও জানানো হয়েছে।
এ ছাড়াও ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-সহ ব্র্যাক, স্টেট ইউনিভার্সিটির মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিটি প্রতিবেদন লেখার সময় অবধি চলমান রয়েছে।
তারা জাতিসংঘ-ওআইসিসহ সব বিশ্ব নেতাদের এই বর্বরোচিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান। ফিলিস্তিনে চলমান গণহত্যাকে একটি মানবিক সংকট ও বিশ্বব্যাপী সকলের বিবেকের এক সমষ্টিগত ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তারা। ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বব্যাপী সকলের সমর্থনের আহ্বান জানান তারা।