১৪ ফেব্রুয়ারি ২০২৫, রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় ভ্যালেন্টাইন ডে বিরোধী একটি জনসচেতনামূলক মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি শুরু হয় তালতলা চৌরাস্তা জামে মসজিদ থেকে এবং শেষ হয় খিলগাঁও মডেল কলেজের সামনে।
বিকাল ৫:০০-এ আসরের নামাজ শেষে তালতলা চৌরাস্তা জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি তালতলা মার্কেট অতিক্রম করে কেএফসির মোড় হয়ে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত খিলগাঁও মডেল কলেজের সামনে গিয়ে সমাপ্ত হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল:
“ভ্যালেন্টাইনের কালো ছাপ, জাতির জন্য অভিশাপ”
“বিয়ে করে বীরপুরুষ, প্রেম করে কাপুরুষ”
“ভ্যালেন্টাইনের উল্লাস, ডাস্টবিনে শিশুর লাশ”
আয়োজক কমিটির এক সদস্য জানান, “ভ্যালেন্টাইন ডে আমাদের সমাজে অপসংস্কৃতি ছড়াচ্ছে। এটি পশ্চিমা এবং ভারতীয় সংস্কৃতির অনুকরণে অশ্লীলতার প্রসার ঘটাচ্ছে, যা আমাদের পারিবারিক বন্ধন এবং ধর্মীয় মূল্যবোধকে নষ্ট করছে।”
মিছিলের সমাপনী বক্তব্যে বলা হয়, “ভ্যালেন্টাইন ডে একটি অনৈতিক এবং অপ্রয়োজনীয় উদযাপন, যা যুবসমাজকে বিপথগামী করছে। বিয়ের পবিত্র বন্ধন ছাড়িয়ে অবৈধ সম্পর্ককে উৎসাহিত করা হয় এই দিবসের মাধ্যমে।”
আশেপাশের পথচারীরা এই গণসচেতনতামূলক মিছিলকে স্বাগত জানান এবং এবং এর যৌক্তিকতার পক্ষে নিজেদের মতামত ব্যক্ত করেন। এক পথচারী বলেন, “এই ধরনের গণসচেতনতামূল এবং তাৎপর্যপূর্ণ মিছিল আরো বেশি প্রয়োজন। ভ্যালেন্টাইন ডে’র নামে তরুণদের নৈতিক অবক্ষয় রোধে এ ধরনের মিছিল খুবই গুরুত্বপূর্ণ।”
অ্যান্টি-ভ্যালেন্টাইন পদযাত্রাটি সমাজে নৈতিকতার অবক্ষয় রোধে সচেতনতা সৃষ্টির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। আয়োজকরা আশাবাদী, এই উদ্যোগ দেশের তরুণ প্রজন্মকে সুস্থ ও মূল্যবোধসম্পন্ন জীবনের পথে অনুপ্রাণিত করবে।