জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) চট্টগ্রাম শাখার নেতৃত্ববৃন্দ এই অনুষ্ঠান বন্ধ করেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, চট্টগ্রাম আবৃত্তি সম্মিলনের এই অনুষ্ঠানটি শহীদ মিনারের পাশে টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানটি শুরু হয়েছিল সকাল সাড়ে ৯টায়, তবে অনুষ্ঠানটি মাঝপথে বন্ধ হয়ে যায় যখন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা একটি কবিতা আবৃত্তি করা হয়।
কবি রবিউল হুসাইনের ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতার কয়েকটি লাইনে ‘বঙ্গবন্ধু, জয় বাংলা, একাত্তর, সাতই মার্চ, মাওলানা ভাসানী’ ইত্যাদি শব্দ ছিল। এই লাইনগুলো পড়ার পর জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) নেতা-কর্মীরা এসে প্রতিবাদ জানান। তারা কবিতার আবৃত্তিকারকে হেনস্তা করেন এবং তাকে ক্ষমা চাইতে বাধ্য করেন।
জাসাসের নগর সভাপতি মুসা বাবলু এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এই ঘটনার নেতৃত্ব দেন।