বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জনগনের মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে।
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর মতিঝিল পূর্ব থানা জামায়াতে ইসলামী কর্তৃক সেহরি ও ইফতার ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পেয়েও জনগণের মৌলিক অধিকার পূরণে কাজ করছে। অথচ জনগণের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার বিধান। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার কারণে বাংলাদেশের জনগণ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নতুন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জনগণের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে।
মতিঝিল পূর্ব থানা আমীর নূর উদ্দিনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, মতিঝিল পূর্ব থানা সেক্রেটারী খলিলুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য ও শাহজাহাপুর পূর্ব থানা আমীর মাওলানা শরীফুল ইসলাম প্রমুখ।